কুমিল্লার সবজি দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
-
১
বার পড়া হয়েছে

- মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বাজারে সবজির ঝুড়িতে যেন আগুন লেগেছে। এক সপ্তাহের ব্যবধানে হু হু করে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। নগরীর রাজগঞ্জ, চকবাজার, নিউমার্কেট, টমছম ব্রিজ ও বাদশা মিয়ার বাজারসহ সবখানেই একই চিত্র। ১০০ টাকার নিচে এখন কোনো সবজিই নেই, যা সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাহিরে। এদিকে শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলাসহ বাজারে শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলেও বিক্রি হচ্ছে চড়া দামে।
বৃহস্পতিবার কুমিল্লার রাজগঞ্জ ও নিউ মার্কেট সবজির বাজারে ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা বেড়ে গাজরের কেজি ১৪০ টাকা, কাঁচামরিচ ২০০, বেগুন ১২০, টমেটো ১০০, করলা ৮০ থেকে ১০০ এবং লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও শীতের আগাম সবজি শিম ১০০, ফুলকপির কেজি ১২০, কাঁচা কলার ডজন ১২০ টাকা।
দাম বাড়ার বিষয়ে কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণেই খুচরা বাজারে এমন ঊর্ধ্বগতি।
বিক্রেতা আব্দুল হাকিম বলেন, নিমসারের পাইকারি ব্যবসায়ীরা দাবি করছেন বাজারে সবজির সরবরাহ কম। একই সঙ্গে সড়ক, মহাসড়কে খানাখন্দ ও চাঁদাবাজিসহ নানা কারণে পরিবহন খরচ বেশি পড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে।
অন্যদিকে ক্রেতা রাশেদা খাতুনের ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে একশো টাকায় তিন রকম সবজি নিতাম, এখন একটা সবজিই কষ্টে হয়। বাজারে ঢুকলেই মনে হয় আগুনের ভেতর ঢুকেছি।
অন্যদিকে সবজির পাশাপাশি মুরগির দামও উর্ধ্বমুখী। সোলানী মুরগি কেজি ৩২০, ব্রয়লার ১৮০ আর লেয়ার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও দেখা গেছে একই চিত্র। তবে মাংসের বাজারে আপাতত স্থিতিশীলতা থাকলেও বক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ে প্রশাসন ঝিমিয়ে থাকলে মাংসের দামও আর বেশিদিন ধরে রাখা যাবে না।
এদিকে, নিয়ন্ত্রণহীন বাজার তদারকি এবং প্রশাসনের মনিটরিং কার্যক্রম এখন প্রায় ঝিমিয়ে পড়েছে। সেই সুযোগে বাজারে দামের লাগাম টানতে না পেরে বিক্রেতারা করছেন ইচ্ছেমতো দাম নির্ধারণের কারসাজি। ক্রেতারা অভিযোগ করছেন, প্রশাসনের নজরদারি না থাকায় কেউই এখন জবাবদিহির ভয় পাচ্ছে না।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন