1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু শৈলকুপায় লাইসেন্স বিহীন সার বিক্রি করায় থানায় মামলা দায়ের! বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ হাসান এখন ঝিনাইদহ পিবিআইতে কর্মরত! যথাযোগ্য মর্যাদায় দেবীদ্বারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে শোষণ- বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দায়িত্ব নিতে হবে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির শৈলকূপা সাতগাছি গ্রামে বিএনপির দুই দলের সংঘাত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করে প্রসংশায় ভাসছেন এএসএসআই মাসুদ রানা! যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির মাধ্যমে বাংলাদেশীর লাশ দেখতে পেল ভারতীয় আত্মীয়-স্বজনরা

কুমিল্লার সবজি দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
  • মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বাজারে সবজির ঝুড়িতে যেন আগুন লেগেছে। এক সপ্তাহের ব্যবধানে হু হু করে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। নগরীর রাজগঞ্জ, চকবাজার, নিউমার্কেট, টমছম ব্রিজ ও বাদশা মিয়ার বাজারসহ সবখানেই একই চিত্র। ১০০ টাকার নিচে এখন কোনো সবজিই নেই, যা সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাহিরে। এদিকে শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলাসহ বাজারে শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলেও বিক্রি হচ্ছে চড়া দামে।
    বৃহস্পতিবার কুমিল্লার রাজগঞ্জ ও নিউ মার্কেট সবজির বাজারে ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা বেড়ে গাজরের কেজি ১৪০ টাকা, কাঁচামরিচ ২০০, বেগুন ১২০, টমেটো ১০০, করলা ৮০ থেকে ১০০ এবং লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও শীতের আগাম সবজি শিম ১০০, ফুলকপির কেজি ১২০, কাঁচা কলার ডজন ১২০ টাকা।
    দাম বাড়ার বিষয়ে কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণেই খুচরা বাজারে এমন ঊর্ধ্বগতি।
    বিক্রেতা আব্দুল হাকিম বলেন, নিমসারের পাইকারি ব্যবসায়ীরা দাবি করছেন বাজারে সবজির সরবরাহ কম। একই সঙ্গে সড়ক, মহাসড়কে খানাখন্দ ও চাঁদাবাজিসহ নানা কারণে পরিবহন খরচ বেশি পড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে।
    অন্যদিকে ক্রেতা রাশেদা খাতুনের ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে একশো টাকায় তিন রকম সবজি নিতাম, এখন একটা সবজিই কষ্টে হয়। বাজারে ঢুকলেই মনে হয় আগুনের ভেতর ঢুকেছি।
    অন্যদিকে সবজির পাশাপাশি মুরগির দামও উর্ধ্বমুখী। সোলানী মুরগি কেজি ৩২০, ব্রয়লার ১৮০ আর লেয়ার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও দেখা গেছে একই চিত্র। তবে মাংসের বাজারে আপাতত স্থিতিশীলতা থাকলেও বক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ে প্রশাসন ঝিমিয়ে থাকলে মাংসের দামও আর বেশিদিন ধরে রাখা যাবে না।
    এদিকে, নিয়ন্ত্রণহীন বাজার তদারকি এবং প্রশাসনের মনিটরিং কার্যক্রম এখন প্রায় ঝিমিয়ে পড়েছে। সেই সুযোগে বাজারে দামের লাগাম টানতে না পেরে বিক্রেতারা করছেন ইচ্ছেমতো দাম নির্ধারণের কারসাজি। ক্রেতারা অভিযোগ করছেন, প্রশাসনের নজরদারি না থাকায় কেউই এখন জবাবদিহির ভয় পাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট