মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে হাত পা বেঁধে নির্যাতনের পর পরকীয়া প্রেমিক যুবদল সভাপতির সঙ্গে জোরপূর্বক বিয়ে দিলেন যুবলীগ নেতা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বজলুর রহমান নামের যুবলীগ নেতা এবং ইউপি সদস্য কর্তৃক ওই গৃহবধূকে লোমহর্ষক নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার ৪নম্বর শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূ ওই গ্রামের প্রবাসী রতন মিয়ার স্ত্রী। পরে গৃহবধূকে ওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি তারা পুষ্করুণী গ্রামের বিল্লাল মিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি বিল্লাল মিয়ার অনৈতিক সম্পর্কের অভিযোগে তাদেরকে আটক করা হয়। এ নিয়ে গোপালনগর গ্রামের আওয়ামী লীগ নেতা বজলু মেম্বারের নেতৃত্বে সালিশ বৈঠক বসে। ভিডিওতে দেখা যায়, সালিশে হাত পা বাঁধা অবস্থায় বজলু মেম্বার ওই প্রবাসীর স্ত্রীকে লাঠি পেটা এবং শারীরিক নির্যাতন করছে। তবে যুবদল নেতাকে কোন ধরণের নির্যাতন করতে দেখা যায়নি।
স্থানীয়রা জানায়, প্রবাসীর স্ত্রীকে ব্যাপক নির্যাতন করেছে আওয়ামী লীগ নেতা বজলু মিয়া। তবে পরকীয়া প্রেমিক যুবদল নেতা বিল্লাল মিয়াকে কিছুই করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত