ঝিনাইদাহ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আদেশ জারি করে আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ আইনি স্বীকৃতি লাভের পর, তার আলোকে আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের আল-হেরা স্কুল মাঠে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আলী আজম মো. আবুবকর।
মোবারক হোসাইন আরও বলেন, পতিত স্বৈরাচার সরকারের আমলে সংঘটিত জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা প্রয়োজন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের শূরা সদস্য ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মহসিন, ড. আলমগীর বিশ্বাস, ঝিনাইদহ জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, শৈলকূপা উপজেলা আমীর ও ঝিনাইদহ-১ আসনের এমপি পদপ্রার্থী এস. এম. মতিউর রহমান, প্রফেসর মতিয়ার রহমান (ঝিনাইদহ-৩), মাওলানা আবু তালেব (ঝিনাইদহ-৪), জেলা সেক্রেটারি আব্দুল আউয়াল, সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহম্মেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আমীর ড. হাবিবুর রহমান, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদসহ জেলার বিভিন্ন উপজেলা ও শহর জামায়াতের রুকনগণ।
শেষে দেশের কল্যাণ, জাতির ঐক্য ও ইসলামী আন্দোলনের সাফল্য কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত