এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়। ঘটনার পরপরই পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে গ্যাং লিডার সিফাত (২০) ও আবরার (১৯)সহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, হাসুয়া, চাকু ও অন্যান্য দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার অন্যান্য সদস্যরা হলেন— আলমগীর জিসান (১৭), তানভীরুল ইসলাম অভি (১৮), আরিফুল ইসলাম নাইম (১৮), দ্বীন ইসলাম (২২), রোহান তালুকদার (২১), আলিফুল হক জিহাদ (১৮), আব্দুল্লাহ আল সিয়াম (১৭), তানভীন সিফাত (১৭), আরাফাত হোসেন (১৭), নুরে তাহসিন (১৭), সোয়াদ তাহসান তৌসিন (১৮), শাফিন নেওয়াজ আবরার (১৭), তৌহিদুল ইসলাম মাহীম (১৮), সাফায়েত ইসলাম (২১), আশরাফুজ্জামান সিফাত (১৮), জাহেদুল আলম রায়হান (১৮), মোস্তাফিজ (১৮) সহ মোট ২৪ জন।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে রোববার (১৯ অক্টোবর) রাত থেকে সোমবার (২০ অক্টোবর) সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এতে ডিবি, র্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন। নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কোন অপরাধী চক্রকে ছাড় দেওয়া হবে না।
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ বলেন, কিশোর গ্যাং সমাজের এক বিষফোঁড়া। নগরীতে তাদের কোনো ধরনের তৎপরতা চালাতে দেওয়া হবে না। যারা গ্যাং কালচারে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত