শেখ মোঃ জামির: ঝিনাইদহের শৈলকুপায়
১নং ত্রিবেনী ইউনিয়ন মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকালে উপজেলা মহিলা দলের আহবায়ক রোকসানা আক্তার পলি এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য হাবিবুর রহমান। এসময় প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ জেলা মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা খাতুন।
সভা পরিচালনা করেন শৈলকুপা উপজেলা মহিলা দলের সদস্য সচিব রেবেকা পারভীন, উপজেলা মহিলা দলের যুগ্ম- আহবায়ক রেশমা চৌধুরী সহ সিনিয়র নেতৃবৃন্দ ও ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
কর্মী সভায় বক্তারা বলেন, সামনে জাতীয় নির্বাচন,বিএনপির বিজয় নিশ্চিত করতে মহিলা দলের নেতৃবৃন্দকে বাড়িতে বাড়িতে মহল্লায় মহল্লায় যেয়ে ধানের শীর্ষে ভোট চাইতে হবে। এছাড়াও ১নং ত্রিবেনী ইউনিয়ন মহিলা দলের কমিটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দ্রুতই কমিটি ঘোষণা করা হবে বলে জানান।