মাগুরা শ্রীপুর উপজেলার লাঙ্গলাবাঁধ বাজারে শনিবার দুপুরে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার। এ সময় প্রশান্ত ফার্মেসীকে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা, মুদি ব্যবসায়ী অমিত কুণ্ডুকে ৫ হাজার, সেসার্স স্টোরকে ৫ হাজার বাবুল বিশ্বাস কাপুর দোকানে ২ হাজারসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাফাত আল মেহেদী।
অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার মাগুরা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম বলেন, মানুষের সুস্বাস্থ্যের তোয়াক্কা না করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করে আসছেন। ভবিষ্যতে ব্যবসায়ীরা সঠিক নিয়মে ব্যবসা প্রতিষ্ঠান চালাবেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ সাকিব খান
স্টপ রিপোর্টার মাগুরা
০১৭৫১০৫৩০৮১
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত