কুমিল্লাই বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই লিখে ফেলবো কুমিল্লা বিভাগ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
-
৪৯
বার পড়া হয়েছে

-
।।মোঃ মাসুদ রানা কুমিল্লা, জেলা প্রতিনিধি:বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই নিজেদের চিঠিপত্রে লিখে ফেলবো জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
শনিবার বিকেল সাড়ে তিনটায় কান্দিরপাড় পূবালী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, কুমিল্লা বাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। বিগত স্বৈরাচার সরকার এ দাবিকে উপেক্ষা করে বিষয়টি ঝুলিয়ে রেখেছিল। বর্তমান সরকারের কাছে আমার দাবি অতি দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কুমিল্লাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
সমাবেশে একাত্মতা পোষণ করে আরও উপস্থিত জামায়াতে ইসলামীর মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল হক মামুন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ গত ১০ অক্টোবর কন্টেন্ট ক্রিয়েটর এসোসিয়েশনের বিভাগের দাবিতে আয়োজিত সমাবেশে হাজী আমিন উর রশিদ ইয়াছিন এক সপ্তাহের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে মহাসড়ক অবরোধেরও হুশিয়ারি দিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন