সুজন বিশ্বাস, স্টাফ রিপোর্টার শৈলকূপা :
ঝিনাইদহের শৈলকুপায় বিজয়া সম্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কবিরপুর সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে এ সম্মিলনী অনুষ্ঠিত হয়।
এসময় সাবেক প্রধান শিক্ষক শ্রী নারায়ন চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ১৭ তম অ্যাটর্নী জেনারেল শৈলকুপার কৃতি সন্তান মো: আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সহকারী কমিশনার (ভূমি) এস,এম সিরাজুস সালেহীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রমেশ দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হুসাইন মোল্যা, রামকৃষ্ণ সেবাশ্রম এর প্রতিষ্ঠাতা বাবু প্রবীর কুমার সাহা (বিদ্যুৎ), শৈলকুপা থানার অফিসার ইনচার্জ ওসি মাসুম খানসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সম্পাদক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এ্যাটর্নী জেনারেল আসাদুজ্জামান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকল ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়তে কাধে কাধ মিলিয়ে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।