শৈলকূপায় কলেজ শিক্ষক ও মাধ্যমিক কর্মচারীদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন।
শেখ মোঃ জামির- স্টাফ রিপোর্টার শৈলকুপা
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে শিক্ষক ও কর্মচারীরা ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১৬/১০/২০২৫) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এই মানববন্ধনে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা তাদের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা বলেন, “আমাদের যৌক্তিক দাবি বহুদিন ধরে জানানো হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। বর্তমান সময়ের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন।”
তারা আরও বলেন, “শিক্ষক সমাজ দেশের আলোকবর্তিকা, অথচ ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আমরা সরকারের কাছে দ্রুত প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়নের দাবি জানাই।”
মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্থান: গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড, শৈলকূপা, ঝিনাইদহ
আয়োজক: স্থানীয় শিক্ষক ও কর্মচারীবৃন্দ
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত