
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ বড় কামারকুন্ডুর জমিদার পরিবারের সদস্য,
বৃদ্ধ নজরুল ইসলাম কে বাঁচান! নিঃসন্তান, স্ত্রী মারা যাবার পর কুষ্টিয়া মিরপুরের,
এক নারী যার নাম নাসরিন কাজল, এই নাসরিন কাজল একাধিক স্বামীর সংসার করেছে,
সেই সকল সংসারে তার বিবাহ যোগ্য দুই কন্যা ও ২২ বছর বয়সের এক ছেলে রয়েছে,
জমিদার হিসাবে পরিচিত নজরুলের বাড়ি উঠে অসহায় সেজে তার সেবা যত্ন করার কথা বলে তাকে বিবাহ করতে বলেন,
কাজল, বৃদ্ধ সহজ সরল নজরুল রাজি হোন ,
বিবাহের ৭ দিনের মা’থা’য় ঝিনাইদহ সদর হাসপাতালের পাশে ১২ কোটি টাকা মৃ’ল্যে’র সাড়ে ১৯ শতক জমি লিখে নেন,
বড় কামারকুন্ডু গ্রামে ২০০ শতক জমি বি’ক্রি করেন, এই মহিলা সারাদিন প্রাইভেট ভাড়া করে নিয়ে ঘুরে বেড়ান, আর বৃদ্ধ নজরুল,
কে কাজের মহিলা দিয়ে খাবার খেতে দেন।
এই মুরুব্বির সাথে খুব খারাপ ব্যবহার করে নাসরীন কাজল, যে কোন সময় হ ত্যাও করে ফেলতে পারে,
এমন জুলুম সামাজিক ভাবে রুখে দিন।
প্রশাসন এবং উদ্বোধন কর্মকর্তারা যারা আছেন এ বিষয়ে নজর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে!