মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকার অবৈধ ভারতীয় শাড়ি, মোবাইল ডিসপ্লে ও একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আদর্শ সদর উপজেলার কামারখাঁ জোড়া ব্রিজ এলাকায় মালিকবিহীন অবস্থায় ৯০১ পিস অবৈধ ভারতীয় শাড়ি, এক হাজার ৪৯৭টি বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে এবং একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
বিজিবির হিসাবে, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা। উদ্ধার করা পণ্যসমূহ পরবর্তীতে বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।