মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় প্রকাশ করা হবে। ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, ফল কিভাবে পাবেন, তার নিয়ম অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে। এবার ফল পুনঃনিরীক্ষণ করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবরের মধ্যে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফল যেভাবে জানবেন
১. কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (www.comillaboard.gov.bd) থেকে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে স্ব-স্ব প্রতিষ্ঠান Result Sheet download/print করতে পারবে।
২. mail.educationboard.gov.bd ওয়েবসাইটে গিয়ে কুমিল্লা বোর্ড সিলেক্ট করে প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে প্রতিষ্ঠান ভিত্তিক Result Sheet print / download করতে পারবে ।
৩. পরীক্ষার্থীগণ সমন্বিত শিক্ষাবোর্ডসমূহের ওয়েবসাইট : www.educationboardresults.gov.bd এর মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবে।
৪. পরীক্ষার ফল প্রকাশের পর যেকোন মোবাইল নম্বর থেকে HSC < > Board Name (1st 3 letters ) <> Roll <> Year লিখে 16222 এ SMS এর মাধ্যমে ফল জানা যাবে।
উদাহরণ : HSC Com / Cum 606884 2025 লিখে SEND to 16222
৫. পুনঃনিরীক্ষণের জন্য https://rescrutiny.eduboardresults.gov.bd এর মাধ্যমে ১৭/১০/২০২৫ তারিখ থেকে ২৩/১০/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডসমূহের ওয়েবসাইটে এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাবোর্ড বা পত্রিকা অফিসে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে না বা প্রকাশিত হবে না ।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত