মোঃ সাকিব খান,
স্টপ রিপোর্টার মাগুরা জেলা:
মাগুরার শ্রীপুরে উপজেলা মহিলাদলের আয়োজনে গয়েশপুর ও আমলসার ইউনিয়ন মহিলাদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলাদলের আয়োজনে ১৩ই অক্টোবর সোমবার বিকালে ১নং গয়েশপুর ও ২নং আমলসা ইউনিয়নের মহিলা সমাবেশ উপলক্ষে আমলসার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আনন্দ মুখর পরিবেশে ইউনিয়ন মহিলাদলে সমর্থকদের উপস্থিতি এক বিশাল জনসমাবেশে পরিণত হয়।
আলোচনা সভায় ২নং আমলসার ইউনিয়ন মহিলাদলের সাবেক সভাপতি মোছা: আলেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাড. নেওয়াজ হালিমা আরলি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুন্সি রেজাউল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড: ফারহানা পারভিন বিউটি, শ্রীপুর উপজেলা মহিলাদলের সাবেক সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপি প্রমুখ।
এছাড়াও ১নং গয়েশপুর ইউনিয়ন মহিলাদলের সাবেক সদস্য শাহনাজ পারভীন স্বপ্নার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খাঁন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব, সদস্য সচিব মঈনুল হাসান সুজন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান আলী স্বপন সোহাগ আলাল ইউসুফসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করছে হবে। অতীতের ফ্যাসিস্ট সরকার বিএনপির উপর অনেক জুলুম অত্যাচার চালিয়েও ঐক্যবদ্ধ বিএনপির মনোবল ভাঙতে পারেনি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে নির্বাচনের কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত