স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সাঁপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুসে উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
গত রোববার গভীর রাতে শৈলকুপা পৌর এলাকার আউশিয়া গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে পলিটেকনিক ছাত্র হৃদয়কে নিজ ঘর থেকে সাঁপে কামড় দেয়। এরপর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তারের অবহেলায় এন্টিভেনম দিতে দেরি হলে সোমবার ভোরে তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।
এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শৈলকুপা হাসপাতাল প্রাঙ্গনে সকল সামাজিক ও মানবিক সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী মেহেদী হাসান হৃদয় এর চিকিৎসায় অবহেলার কারনে মৃত্যু তার হয়েছে। এছাড়াও হাসপাতালে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতিতে ছেয়ে গেছে।
কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের দাবী জানান তারা।
পরে বিক্ষুব্ধ জনতা ও আন্দোলনকারীদের উদ্দেশ্যে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বলেন, কি কারনে সাঁপে কাটা রোগীর মৃত্যু হয়েছে তা তদন্তের মাধ্যমে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে হাসপাতালের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিতে তিনি সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন তিনি।
ডা: রাশেদ আল মামুনের বক্তব্যে আশ্বস্ত হয়ে আন্দোলনকারী সাময়িক সময়ের জন্য আন্দোলন স্থগিত রাখেন।
দাবী আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে হাসপাতাল ত্যাগ করেন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত