1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

মাদক কারবারি ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

 মাসুদ রানা কুমিল্লা, জেলা প্রতিনিধি: কুমিল্লার লালমাইয়ে মাদক ও কিশোর গ্যাং অপরাধকে লাল কার্ড দেখিয়ে শপথ নিল শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও স্মার্ট ফোনে আসক্তিকে লাল কার্ড দেখায় তারা।
সোমবার (১৩ অক্টোবর) টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় দৌলতপুর উচ্চ বিদ্যালয় হল রুমে।শিক্ষার্থীদের প্রশ্ন ও অতিথিদের উত্তর দেওয়ার মধ্য দিয়ে প্রাণবন্ত এক অনুষ্ঠান আয়োজন হলো লালমাই উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে। স্যার, ইভটিজিং থেকে কিভাবে মুক্তি পাবো? বাল্য বিবাহ হলে কি করবো? কাকে জানাবো অথবা বাল্য বিবাহ প্রতিরোধের উপায় কি? স্কুলে আসা যাওয়ার পথে মাদক সেবন করতে দেখি, তখন আমাদের কি করনীয়? স্মার্ট ফোনে আসক্তি থেকে কিভাবে মুক্তি পাবো? এমন অসংখ্য প্রশ্ন ছিলো শিক্ষার্থীদের অতিথিদের কাছে। তবে এক এক করে সব প্রশ্নের সমাধান দিয়েছেন অতিথিরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা।
এ সময় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোহাম্মদুল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফাজ্জল হোসেন মজুমদার, সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান হৃদয়, সাধারণ সম্পাদক মো. নাঈম, যুগ্মসাধারণ সম্পাদক আনিস সরকার, সদস্য সাদমান তাসিন, অপু, ইয়াছিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, কোনো প্রকার মাদক স্পর্শ না করতে এবং উন্নত চরিত্র গঠনের শপথ পাঠ করান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা শপথ করে বলেন আমরা কখনো মাদক সেবন করব না, কখনো দুর্নীতির সঙ্গে জড়াব না। স্মার্টফোনে আসক্ত হব না। আমরা ভালো মানুষ হওয়ার শপথ নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট