ঢাকার ধামরাইয়ে দুইদিন অনশন করার পর অবশেষে ১৯ বছরের এক তরুণের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়েছে সেই এক সন্তানের জননীর। শুক্রবাররাতে বালিয়া ইউনিয়নের বাইসাইল গ্রামে ঘটা করে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের কাবিন ধরা হয়েছে অর্ধকোটি টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর সকালে আইরিন আক্তার নামের এক নারী পোশাক শ্রমিক প্রেমিক সজীব হোসেনের (১৯) বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তিনিও পোশাক কারখানায় কাজ করেন। তবে বয়সে অনেক ছোট হওয়ায় সজীবের পরিবার বিষয়টি মেনে নেয়নি এবং ওই নারীকে বাড়ি থেকে বের করে দিতে ব্যর্থ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মধ্যস্থতা করার চেষ্টা করলেও ব্যর্থ হন। এক পর্যায়ে আইরিন আক্তার গলায় দড়ি দেওয়ার হুমকি দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। অবশেষে পরিস্থিতি সামাল দিতে শুক্রবার রাতে স্থানীয়দের উপস্থিতিতে কাজী ডেকে অর্ধকোটি টাকার কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর চলে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত