আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি (লাউ, বেগুন, মিষ্টি কুমড়া,শসা) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫ শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
(১৩ অক্টোবর) সোমবার বিকাল ৩ টার সময় উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
সে সময় ২ শত কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং পর্যায়ক্রমে বাকি ৩ শত কৃষককে দেয়া হবে বলে জানান কৃষি অফিসার।
বীজ সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার নাজমুল সাকিব, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার।
এ সময় উপসহকারী কৃষি অফিসার প্রান্তিক কৃষক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত