মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ১ হাজার ১০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার ও নারী-পুরুষ-শিশুসহ ১৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (১২ অক্টোবর) ভোরে সামন্তা চারাতলাপাড়া এলাকা থেকে হাবিলদার মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এর আগে খোসালপুর ও বাঘাডাংগা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই নারীসহ মোট ১৪ বাংলাদেশিকে আটক করে বিজিবি। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।