স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া ডিএম কলেজের সামনে মাদরাসাতুস সুন্নাহ এন্ড ইসলামিক স্কুলের পরিচালক ইমরান হোসেন এবং তার ভাই জাকির হোসেন এর বিরুদ্ধে মাদ্রাসার একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে । এঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।
জানা যায়,মাদরাসাতুস সুন্নাহ এন্ড ইসলামিক স্কুলে ১২২ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়াও ১৯ জন নারী শিক্ষার্থী রয়েছে। এদের বেশিরভাগ শিক্ষার্থী আবাসিকে থেকে পড়ালেখা করেন। শনিবার বিকালে ৩ শিক্ষার্থী মাদ্রাসার পরিচালক ও সহকারী পরিচালক এর বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ করলে মুহুর্তেই মাদ্রাসা প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী ৩ শিক্ষার্থী অভিযোগ করেন, মাদ্রাসা ও পরিচালকের বাসা একই জায়গায় হওয়ায় বাসায় কেউ না থাকলে তাদের বাসায় নিয়ে একাধিকবার অনৈতিক কার্যকলাপ করেন। যেকারণে এক শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে যায়। পালানোর কারণ জানতে চাইলে বিষয়টি সামনে আসে এবং বিষয়টি তার পরিবার কে জানায়।
অভিযুক্ত পরিচালক ইমরান বলেন, বেশকিছুদিন ধরে মাদ্রাসা বন্ধ করার জন্য এক শিক্ষার্থী চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন ষড়যন্ত্র করছে। তার ভাইয়ের ব্যাপারে জানতে চাইলে বলেন,হয়তো বাচ্চাদের সাথে কিছু ভুলত্রুটি হতে পারে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, অনৈতিক কার্যকলাপের ঘটনায় উত্তেজনা বিরাজ করছিল। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। অপ্রীতিকর ঘটনার আশংকায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে
তাদের অভিভাবকদের কাছে দেওয়া হয়েছে।
যেসব শিশুদের অভিভাবক এখনো আসেনি তাদের সাথে আনা হয়েছে। অভিভাবক আসলে তাদের থানা থেকে পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে।