মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই আমরা সরকার গঠন করব। আমাদেরকে চিলড্রেন পার্টি বলা হয়েছে। আমরা ২ বছর লাগুক আর ২০ বছর লাগুক আমরা জনতাকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ সংসদে যাব। একদিন একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই আমরা সরকার গঠন করব। একদিনে হয় না। কিন্তু একদিন ঠিকই হয়। শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী এলাকায় উঠানে রাজনীতি শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, বিগত ১৬ বছর সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছেন বিএনপি জামায়াত। অথচ পাঁচ আগস্টের পর এ দুটি দলের পক্ষ থেকে এ বিষয়ে কোন কথা বলা হচ্ছে না। যারা এই ধরনের গুম খুনের জড়িত তাদের বিষয়ে তারা মুখ খুলছে না।
তিনি বলেন, বিগত দিনে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। মরা মানুষ কবর থেকে উঠে ভোট দিয়েছে। কালো টাকা দিয়ে আগের রাতে মানুষের ভোটার আইডি কার্ড কিনেছে। জনসাধারণকে এসব বিষয়ে প্রতিবাদের জন্য জাগিয়ে তুলতে হবে।
সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে দালাল মুক্ত করতে হবে। আমাদের রাজনৈতিক দলের অনেক কর্মী ভূমি অফিস এবং ইউনিয়ন পরিষদ গুলোতে দালালি করে। এসব করতে দেওয়া যাবে না। সরকারি নির্ধারিত ফি'র বাইরে কেউ এক টাকা ঘুস দিবেন না। এদিন বেশ কয়েকটি পথসভা গণসংযোগ এবং উঠান বৈঠকে বক্তব্য রাখেন এনসিপির এই মুখ্য সংগঠক। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত