মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি উত্তর পাড়ার সৌদি প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীল আলমের বাড়িতে অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানা যায়।
মঙ্গলবার দিবাগত রাত ৩টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রবাসীর পরিবার সূত্রে নিশ্চিত হওয়া যায়। এতে ওই প্রবাসীর বসত ঘর ও ঘরে থাকা সকল মালামাল আগুনে সম্পূর্ন বশীভুত হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধামতি উত্তর পাড়ার মরহুম কেরামত আলীর দ্বিতীয় ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীল আলমের বসত ঘরে মঙ্গলবার দিবাগত রাত ৪ টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাতে ওই ঘরে প্রবাসী জাহাঙ্গীর আলমের বৃদ্ধা মা জাহানারা বেগম ঘুমিয়ে ছিলো। ওই সময় ঘরে অগ্নিকান্ড দেখে চিৎকার শুরু করলে স্থানীয় গ্রামবাসী এসে আগুন নিবানোর চেষ্টা করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ৫টার আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় এলাকাবাসী। ততক্ষণে ওই প্রবাসীর বসত ঘর ও ঘরে থাকা সমস্থ মালামাল আগুনে বশীভুত হয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
প্রবাসীর ভাতিজা জাবেদ খান বলেন, আমার বৃদ্ধা দাদী একাই ওই ঘরে ঘুমিয়ে ছিলো, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছিনা। তবে যখন ঘরে আগুন দেখতে পেয়েছি, তখন ঘর থেকে কিছুই বাহির করা সম্ভব হয় নাই।
এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ডের খবর পেয়ে তাদের খোঁজ খবর নিয়েছি এবং সরকারী ভাবে সহযোগিতার ব্যবস্থা করছি।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত