আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর: আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে কোটচাঁদপুরে
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৮ই অক্টোবর) বুধবার সকালে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কন্যাশিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মওলানা তাজুল ইসলাম,
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমানুউলাহ আল মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস, সিনিয়র মৎস কর্মকতা দ্বীন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল আলম, মডেল থানার ওসি তদন্ত এনায়েত আলী খন্দকার,
জামায়াতে ইসলামীর পৌর আমীর মুহাদ্দেস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভুইয়া,কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, সহ-সভাপতি রেজাউল করিম, সমন্বয়ক হৃদয় আহসান, শামিম হোসেন প্রমুখ।
সে সময় কন্যাশিশুর যত্ন,বাল্য বিবাহ, নারী নির্যাতন, অত্মহত্যা প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং এসব প্রতিরোধে সকলের সহযোগীতা কামনা করেন অতিথিবৃন্দ।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।