সুমন কুমার বিশ্বাস: ঝুঁকিমুক্ত হল কুমান নদের উপর হাটফাজিলপুর বাজার ব্রীজ।
এক সময় আমরা কুমার নদের যৌবন দেখেছি,রাস্তাঘাট উন্নয়নের আগে তখন ট্রলার চলতো, শ্রীপুর উপজেলা টু শৈলকূপা উপজেলা, এ নদের উপকন্ঠে আমাদের গ্রাম ও বাড়ি।
ট্রলার চলার আগে টাফুরে নৌকা চলতো, আমরা মোহন চাচা, বুড়ো চাচা, বারিক চাচা, জোনা চাচার, নৌকায় শৈলকূপা আসা যাওয়া করতাম, ১২/১৩কিলোমিটার নৌভ্রমণ সত্যিই ভাল লাগতো।
নদের যৌবন আর নাই, এখন গত কয়েক বছর কিছু কিছু জায়গা ধু ধু মরুভূমি শুকনা মৌসুমে।
বর্ষার পানিতে যৌবন ফিরে পেলেও পানি কমতে শুরু করায় প্রচুর কচুরি পানা জমে চাকবেধে ঘটেছে বিপত্তি।
যার কারনে হাটফাজিলপুর বাজার সংলগ্ন ব্রীজ পড়েছে হুমকির মুখে।
যে দায়িত্ব উপজেলা প্রশাসনের, তাদের দিকে না তাকিয়ে এলাকার জন কল্যান মানবিক সংগঠন “পরিবর্তন “সংগঠনের আহ্বায়ক হিরোর নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮ থেকে শুরু হয়েছে এই পরিচ্ছন্নতার কার্যক্রম পরিবর্তনের আহবায়ক মাছুম বাবোর হিরো জানান আমাদের এই নদী নিয়ে একসময় গর্ভ করতাম দাদার মুখ থেকে এই নদীর অনেক গল্প শুনছিলাম কিন্তু এখন তা আর দেখতে পাই না। কিন্তু নদীতে কস্তুরিপানা ভরাট হওয়ার কারণে আমাদের এই হাটফাজিলপুরের মেইন ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যার কারণে নিজ উদ্যোগে আমার সেচ্ছাসেবী সংগঠন পরিবর্তনের কর্মিরা সবাই মিলে এই পরিস্কার কাজে এগিয়ে আসে ধন্যবাদ জানিয়ে আমি আমার কর্মীদের ছোট করবো না শুধু তাদের জন্য দোয়া করবো তারা যেন সব সময় উন্নয়ন মূলক কাজে মানুষের পাশে থেকে কাজ করতে পারে
এদিকে সাধারণ মানুষ তাদের কাজে খুশি হয়ে অভিনন্দন জানিয়ে বলেন পরিবর্তন ও সকল সেচ্ছাসেবীদের তাদের উদ্দ্যেগে ঝুঁকি মুক্ত হলো কুমার নদের উপর হাটফাজিলপুর ব্রীজটি।
জয় হউক মানবতার জয় হউক মানবিকতার।