বাংলাদেশ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে জমি-জমা বিরোধের জের ধরে বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। এছাড়াও জোর পূর্বক জমি দখলের চেষ্টা করছে বলে ভুক্তভোগী পরিবারটি থানায় অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, মহেশপুর গ্রামের আনোয়ারুল ইসলামের সাথে তার ভাই মৃত জাফর ইকবল এর ছেলে শাহ আলম (সাগর) ও সবুজ হোসেন এর জমা-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে আনোয়ারুল এর ভাতিজারা জমি দখল ও হামলা চালায় বলে ভুক্তভোগী পরিবারটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আনোয়ারুল ইসলাম বলেন, তার পৈত্রিক সম্পত্তি -১২৮ নং গাড়াখোলা মৌজায় মহেশপুর গ্রামে সর্বমোট ৫৩ শতক বসত ভিটা জমি আছে। এই সম্পত্তির ওয়ারেশ আমরা দুই ভাইসহ ৬ বোন। কিন্তু আমার ভাইয়ের ছেলেরা ক্ষমতার দাপট দেখিয়ে জমি জোর করে দখল করতে চাচ্ছে। গত ১০-১-২৫ ইং তারিখে এই জমি-জমা নিয়ে আদালতে মামলা করি,সেই মামলার রায় আমাদের পক্ষে আসে কিন্তু আমার ভাইয়ের ছেলেরা সেই রায় মেনে নেয়নি। এরই প্রেক্ষাপটে শনিবার সকালে দেশিও অস্ত্র -সস্ত্র নিয়ে আমার বাড়িতে ঢুকে হামলা চালিয়ে রান্নাঘর,ছাগলের ঘর ও রাইচ মিলে ভাংচুর চালায়। এছাড়াও আমার বসতবাড়ীর ভিতরে বেড়া দিয়ে রেখেছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।
এদিকে অভিযুক্ত শাহ আলম ( সাগর) ও সবুজ হোসেন জানান,আমরা এতিম আমাদের বড় চাচা আনোয়ারুল তার বাবার সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করছে। বাপ দাদার ওয়ারেশ সুত্রে পাওয়া তাদের সম্পত্তি বুঝে দেয় না বলে জানান।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, জমি-জমা নিয়ে মহেশপুর গ্রাম থেকে একজন অভিযোগ করেছে। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত