মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকা থেকে একাধিক মাদকদ্রব্য এবং অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করা বাংলাদেশী নাগরিক আটক করেছে।
মাটিলা, গয়েশপুর, শ্রীনাথপুর ও খোসালপুর বিওপির বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ, ৩১ বোতল Win Cerex Syrup এবং ২৭৬ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করা হয়েছে।অভিযানগুলো নেতৃত্ব দেন সুবেদার শরীফ মনিরুজ্জামান, নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমান, নায়েক মোঃ সাইফুল ইসলাম ও হাবিলদার মোঃ নুরুজ্জামান। অভিযানের সময় ৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়, এর মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ শিশু অন্তর্ভুক্ত। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, এসব অভিযান বাংলাদেশ-ভারত সীমান্তে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদকপাচার রোধে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্তে নিয়মিত টহল ও অভিযান চালিয়ে বিজিবি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দিচ্ছে।