1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

শৈলকুপায় প্রধান সেচ খালের ব্রিজটি ভেঙে পড়েছে:চরম ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মো:শাহাজালাল জোয়াদ্দার: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গুরুত্বপূর্ণ প্রধান সেচ খালের ওপর অবস্থিত ব্রিজটি ভেঙে পড়েছে দীর্ঘদিন,কর্তৃপক্ষ ব্রীজটি মেরামত না করায় চরম ভোগান্তিতে পড়েছে আশপাশের অন্তত ২০-৩০ গ্রামের মানুষের। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা।

ব্রীজটি ভেঙে পড়ায় বেশি সমস্যায় পড়েছে ওই এলাকার কৃষক, শিক্ষার্থী ও কর্মজীবী সাধারণ জনগণ।

এলাকাবাসী জানায়, ব্রিজটি ভেঙে যাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে ঐ গ্রামের স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর। এখানে একটি কলেজ, একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি প্রাইমারি স্কুল অবিস্থত,রয়েছে হাজারো শিক্ষার্থী। সকাল-বিকাল ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। দীর্ঘদিন ধরে ব্রিজটি জরাজীর্ণ থাকলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ব্রীজটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। শতাধিক যানবাহন চলাচল করতো। কিন্ত ব্রীজটি ভেঙে পড়ায়
কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও রোগীসহ সব শ্রেণির মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। এখন একমাত্র ব্রীজ দিয়ে যাতায়াতের ভরসা হয়েছে বালির বস্তা, যা হেটে চলাচলের জন্য বালির বস্তা দিয়ে ভরাট করেছে স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, মেরামত না হলে গরুর গাড়ীসহ ভারি যানবাহন চলাচল করা সম্ভব না,যার কারণে কৃষকের ধান-পাট বাজারে নিতে পারছে না,চরম সমস্যায় ভুগছেন তারা।
জরুরি ভিত্তিতে একটি নতুন ব্রিজ নির্মাণ বা মেরামত না করলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট