মোঃ সাকিব খান,মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের দুর্গাপূজাকে ঘিরে কোথাও কোনো বড় ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার ৮টি ইউনিয়নের ৭টি ইউনিয়নে বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন হয় এবং ১নং গয়েশপুর ইউনিয়ন শুক্রবারে প্রতিমা বিসর্জন হয়। সেই সাথে দারিয়াপুর ইউনিয়নের অন্নপূর্ণা মন্দিরে এবছর কোনো প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছেনা বলে জানা যায়।
উপজেলান ১৪৯ টি পূজামন্ডপে নানা আচার -অনুষ্ঠান, ধর্মীয় আরাধনার মধ্য দিয়ে দেবী দুর্গার সান্নিধ্যে নিজেদের আত্মশুদ্ধির জন্য পূজারিরা আরাধনায় মগ্ন ছিলেন। সর্বত্র উৎসব -মুখর পরিবেশে প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনও ছিল প্রতিটি পূজা মণ্ডপে।
শুক্রবার বিকালে মন্ডপ গুলো থেকে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।
এবারের পূজা উৎসবে সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীসহ আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত থাকা সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার।
এরআগে বুধবারে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা , সহকারী পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জি, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী প্রমূখ।
এবারের পূজা উদযাপন উপলক্ষে প্রতিটি পূজামন্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। প্রতি বছরের ন্যায় শ্রীপুর উপজেলায় এ বছরও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে এবং প্রতিমা বিসর্জন চলমান রয়েছে বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী।