স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের সদর উপজেলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন গণসংযোগ করেছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।
এসময় তিনি সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এলাকার সন্তান হিসেবে সাধারণ মানুষ তাকে ভালবেসে বুকে টেনে নেন।
গণসংযোগ শেষে সাংবাদিকদের মোঃ রাশেদ খাঁন বলেন, নতুন বাংলাদেশ গঠনে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বিকল্প নেই। সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের সামনে থেকে দেশকে নের্তৃত্ব দেওয়ার বিকল্প নেই। তারই অংশ হিসেবে আমি মানুষের কাছে যাচ্ছি। আমাদের দল সম্পর্কে তাদেরকে বলছি, দলের লক্ষ্য উদ্দেশ্য নীতি আদর্শ তুলে ধরছি। মানুষ তরুণ নের্তৃত্ব
হিসেবে আমাদের প্রতি যথেষ্ট আগ্রহ পোষণ করছে। মানুষের এই ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।