শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ৩৫ পিস ইয়াবাসহ আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মেহেদী (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী ওই গ্রামেন মতিয়ার মিয়ার ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন দিগনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি। সে শৈলকুপার সিনিয়র সাংবাদিক আলমগীর অরণ্যের হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী।
পুলিশ জানায়, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খানের সার্বিক দিকনির্দেশনা ও তত্বাবধানে এবং ইন্সপেক্টর (তদন্ত) শাকিল আহমেদ এর নেতৃত্বে থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির সঙ্গীয় এএসআই (নিঃ) আনিছুর রহমান, এএসআই/মোঃ কামরুল ইসলাম অভিযানে অংশ নেয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, আটক মেহেদী একজন চিহ্নিত মাদককারবারি, সে নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতা। তাকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত