1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের পরিবারের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

শৈলকুপাৃ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির এক ছাত্রীকে শ্লিলতাহানীর অভিযোগে গত বুধবার প্রধান শিক্ষক জাহিদুজ্জামান হিরকের বিরুদ্ধে দিনভোর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার চেয়ে শুক্রবার বেলা ১১টায় শৈলকুপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রধান শিক্ষক জাহিদুজ্জান হিরোক এর পরিবার। বর্তমান অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষককে জেলহাজতে পাঠায় আদালত।
সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষকের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার পিতা একই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মনোয়ার হোসেন। তিনি অভিযোগ করেন, এ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
লিখিত বক্তব্যে তিনি বলেন,ষষ্ঠ শ্রেণির জেমি নামের এক ছাত্রী জ¦রের কথা বলে প্রধান শিক্ষকের কাছে ছুটি আনতে যায়। সে কি সত্যিই অসুস্থ্য কিনা প্রধান শিক্ষক তার কপালে হাত দিয়ে সে পরীক্ষা করেন। ওখানে আরো অনেক শিক্ষক ছিলেন বলে তার দাবি। এ ঘটনাটি একটি দুস্কৃতিমহল উদ্দেশ্যপ্রবন ভাবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হেনস্থার অভিযোগ তুলে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে বাধ্য করে। এছাড়া তারা ঐ শিক্ষার্থীকে দিয়ে থানায় মিথ্যা অভিযোগ দিতেও বাধ্য করেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষকের পিতা মনোয়ার হোসেন।
তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে এ সমস্ত ঘটনার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট