সজিব মিয়া: ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাজিরবেড় গ্রামে ঈদগাঁহ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি আসনে উপস্থিত ছিলেন উপজেলার কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইমাম হোসেন জ্যোতি।কৃষি অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ।
এ সময় তারা তাদের বক্তব্যে বলেন, কৃষি ভালো বীজ ও উন্নত জাতের উদ্ভাবন করে কৃষিকে উপকৃত করবে।
আরো বলেন,ওকোনো সার ডিলার যদি বেশি টাকা দরে সার বিক্রি করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে।