স্টাফ রিপোর্টার :
আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মৌলভীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে পৌরসভাস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। তিনি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত টহল, রাত্রীকালীন পাহারা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি বা ভিডিও বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি এম. নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা জামায়াতে ইসলামীর আমির এম. সাহেদ আলী, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অ্যাড. সুনীল কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, হেফাজতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মাওলানা জামিল আহমেদ আনসারী, এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, বিএনপি নেতা স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, পূজামণ্ডপের সভাপতি-সেক্রেটারি ও সাংবাদিকবৃন্দ।
সভায় উপস্থিত বক্তারা সকল ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলা দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত