মিজানুর রহমান: নদীপথে চলার সময় গ্রামের জীবনযাত্রা, বাজার, এবং স্থানীয় সংস্কৃতি সরাসরি উপলব্ধি করা ও কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে শান্ত ও নির্জন পরিবেশে আত্ম-উপলব্ধি করা এবং মানসিক প্রশান্তি লাভ করার উদ্দেশ্য নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির আয়োজনে উপজেলায় কর্মরত সাংবাদিক ও শিক্ষক পেশাজীবীদের নিয়ে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে লাঙ্গলবাধ গড়াই রিভিউ পার্ক এলাকা থেকে নৌকা যোগে যাত্রা শুরু করে মাগুরা, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার নদী পথে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন উপস্থিত ভ্রমনরত দশনার্থীরা।
নৌকা ভ্রমণে এসে আনন্দ ও উচ্ছাস্ প্রকাশ করেন অংশগ্রহণকারী সকলে।
এ সময় মাগুরা জেলা রিপোটার্স ইউনিটির শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা রিপোটার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি মৃধা নাজমুল আহসান, সহ সভাপতি পরিমল কুমার বিশ্বাস, উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিকাশ বাছাড়, যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া বাহারুল ইসলাম, ঢাকা পোস্টের মাগুরা জেলা প্রতিনিধি তাসিন জামান, দৈনিক নব চেতনা পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ মুজাহিদ ইসলাম, উপজেলা রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক এ কে এম ইদ্রিস আলী, কার্যকরী সদস্য প্রদীপ বিশ্বাসসহ উপজেলায় কর্মরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ ও উপজেলা রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নৌকা ভ্রমনে অংশগ্রহণ করা ঢাকা পোস্টের মাগুরা জেলা প্রতিনিধি তাসিন জামান উচ্ছাস প্রকাশ করে বলেন, নৌকা ভ্রমণ সত্যি আনন্দের একটি ভ্রমণ হয়ে থাকে সব সময়, আজকের নৌকা ভ্রমনে এসে নিজের কাছে অনেক ভালো লাগছে।
এ সময় শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির নৌকা ভ্রমণের আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভ্রমনে অংশগ্রহণ করা গণ টিভির মাগুরা জেলা প্রতিনিধি মুজাহিদ শেখ বলেন, পেশাজীবি মানুষদের নিয়ে রিপোটার্স ইউনিটির আজকের নৌকা ভ্রমণের আয়োজনকে সাধুবাদ জানায় সেই সাথে এরকম আয়োজন প্রতিবছর হোক এটাই প্রত্যাশা করি।
ভ্রমনে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী বক্তব্যে শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ জাকিরুল ইসলাম বলেন, আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশায় যুক্ত রয়েছি সকলে একটি জায়গায় বসা বা কথা বলার সুযোগ আমাদের হয়ে উঠেনা। আজকের এই নৌকা ভ্রমণের মাধ্যমে আমরা সবাই এক সাথে মিলিত হতে পেরেছি। যারা আজকে সারা দিন আমাদের এই আনন্দ ভ্রমণে আমাদের সাথে ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানায়।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত