তিনি আরও বলেন, আগামীতে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে। যেখানে বাংলাদেশের ভোটাররা গত ১৬ বছর ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এটাও বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যদি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তাহলে আল্লাহর অশেষ রহমতে বিএনপি ক্ষমতায় আসবে।
আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের সামনে রাষ্ট্র কাঠামো কেমন হওয়া উচিত তা ইতোমধ্যে উপস্থাপন করেছেন। মানুষ যদি বুঝে থাকে এবং বিএনপি নেতাকর্মীরা যদি জনগণের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারে তাহলে বিএনপি ইনশাআল্লাহ জনগণের ভোটে ক্ষমতায় আসবে। অনুষ্ঠানে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহর সভাপতিত্বে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সবুজ খাঁন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সার আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত