বাংলাদেশ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও ঘৃণামূলক বক্তব্য প্রচার এখন বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের বিদ্বেষমূলক বিকৃতি যেন মানুষের পারস্পরিক আস্থা বিনষ্ট না করে এবং সামাজিক সম্প্রীতির ভিত্তিকে ক্ষয় না করে, সে জন্য সবার একযোগে কাজ করতে হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালা এবং জাতিসংঘের প্রস্তাবগুলো উপেক্ষা করে বেপরোয়া দুঃসাহসিকতার বিরক্তিকর নিদর্শন আমরা প্রত্যক্ষ করছি। অবৈধ দখলদারিত্ব, অবৈধ বসতি সম্প্রসারণ, সুনির্দিষ্ট লক্ষ্য করে হত্যাকাণ্ড এবং নির্বিচারে বোমা হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণ অবজ্ঞা করার এই ধারাবাহিকতা ফিলিস্তিন এবং বিশ্বের অন্যান্য অংশে অগণিত নিরীহ বেসামরিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তবু বাংলাদেশ শান্তির সংস্কৃতি গড়ে তুলতে বিশ্বাস করে, যা প্রতিটি স্তরে সহনশীলতা, অহিংসা, সংলাপ এবং সহযোগিতাকে লালন করে।
ড. ইউনূস বলেন, গত বছরের জুলাই মাসে তরুণদের নেতৃত্বে আমাদের দেশের সাধারণ মানুষেরা একজন অত্যাচারীকে উৎখাত করে পরিবর্তন আনার জন্য দৃঢ়তা দেখিয়েছে। সেই তরুণরাই এখন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত।
তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তার প্রতি আমাদের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
প্রধান উপদেষ্টা বলেন, এবারের বিশ্ব শান্তি দিবসের প্রতিপাদ্য- শান্তিপূর্ণ বিশ্বের জন্য এখনই কাজ করুন। এতে জোর দেওয়া হয়েছে যে কীভাবে পরিবর্তনের অসাধারণ শক্তি সাধারণ মানুষের মধ্যে কাজের মাধ্যমে বাস করে। আমাদের দৈনন্দিন জীবনে বোঝাপড়া, শ্রদ্ধা এবং ন্যায়বিচার প্রচার করে। আমরা অন্যদের কথা বলতে এবং আরও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে সহায়তা করতে অনুপ্রাণিত করতে পারি।
তিনি বলেন, আজ আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে চরম জাতীয়তাবাদ, শূন্য-সমষ্টি ভূ-রাজনীতি এবং অন্যের দুঃখ-দুর্দশার প্রতি উদাসীনতা কয়েক দশকের সংগ্রামের মাধ্যমে মানবজাতি যে অগ্রগতি অর্জন করেছে তা ধ্বংস করে দিচ্ছে। আমরা প্রত্যক্ষ করছি যে সাম্প্রতিক সংঘাতগুলো কীভাবে বিশ্বকে সামগ্রিক অনিশ্চয়তার মধ্যে নিমজ্জিত করেছে এবং সারা বিশ্বের নিরীহ মানুষ কীভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন।
প্রধান উপদেষ্টা বলেন, শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের মূল্যবোধ চালিত অবদানের মাধ্যমে বাংলাদেশ সব দেশ ও সম্প্রদায়ের জন্য যেকোনও ধরনের যুদ্ধ ও সংঘাতমুক্ত একটি শান্তিপূর্ণ বিশ্বের স্বপ্ন বাস্তবায়নে সর্বদা সক্রিয় রয়েছে। জাতিসংঘের সনদ অনুসারে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিত করার জন্য আজ আমাদের অঙ্গীকারকে নবায়নযোগ্য এবং পুনরুদ্ধার করার একটি উপলক্ষ্য। দিবসটি উদযাপনে আমি শান্তি, সহনশীলতা, অহিংসা, সংলাপ ও সহযোগিতার নীতির প্রতি বাংলাদেশের উৎসর্গের কথা পুনর্ব্যক্ত করছি।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত