শেখ মোঃ জামির : ঝিনাইদের শৈলকুপা বিক্রয় প্রতিনিধি জোট পেশাজীবী সংগঠন উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শৈলকুপা পাবলিক ও লাইব্রেরী মিলনায়তনে এ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবাগত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুল হাসান মামুন। ১৭ সদস্য বিশিষ্ট কমিটি এ কমিটি গঠন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা সিটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন রাসেন আহমেদ,সহকারী নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন মিল্টন হোসেন মাস্টার। এছাড়া উপস্থিত ছিলেন দুল্লাপ হোসেন প্রমুখ। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠন।