শাহিদুল ইসলাম :ঝিনাইদহের শৈলকুপায় আগামী দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে এই সভা হয়।
পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মন্দির কমিটির প্রতিনিধি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় ১২৮টি মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সেনা ক্যাম্প কমান্ডার, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ, আনসার-ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রধানরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উৎসব নির্বিঘ্ন ও আনন্দঘন করতে শৈলকুপা বিএনপি ও জামায়াতে ইসলামী স্থানীয় শাখার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও স্নিগ্ধা দাস প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা, বিকল্প বিদ্যুৎ, জরুরি নম্বর, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ কঠোর নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগের কথা জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত