স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলাতে নিখোঁজের ৫দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত যুবক মিলন(১৯) উপজেলার লক্ষীপূর গ্রামের চাঁদ আলীর ছেলে।
পুলিশ ও মৃতের পরিবার সুত্রে জানা যায়, গত ১ সেপ্টম্বর সন্ধায় মিলন মাগরিব এর নামাজ পড়তে লক্ষীপূর নিজবাড়ী থেকে মসজিদে যায় তার পর আর সে বাড়ীতে ফিরে আসেনি। অনেক খোজাখুজির পর মিলনকে না পেয়ে তার পরিবারের পক্ষথেকে স্থানীয় থানায় জিডি করা হয়।
নিখোজের ৫দিনপর শনিবার দুপুরের পূর্বে লক্ষীপূর মাঠে জমিতে কাজ করতে করতে একই গ্রামের করিম আলীর ছেলে আব্দুর রহিম পচা গন্ধ পয়ে খুজতে খুজতে মৃত মিলনের পিতা চাদ আলী হলুদ ক্ষেতের ভেতর অর্ধগলিত লাশ দেখতে তার বাবাকে খবর দেয়। তারপর পারিবারের সদস্যরা লাশের পরণে থাকা কাপড়চোপড় দেখে মিলনকে সনাক্ত করে।
খবর পেয়ে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ লক্ষীপূর মাঠে হলুদের ক্ষেত থেকে মিলনের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে প্ররণ করে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত