স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গত ৩১ আগষ্ট, ১ লা সেপ্টেম্বর ও ২ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ২০টি জলাশয়ে বিভিন্ন জাতের ৫শ' কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
শৈলকুপার কুমার নদ, শাহী মসজিদ পুকুর, উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর, মিনি হ্যাচারী পুকুর, বিভিন্ন মসজিদ ও আশ্রয়ন কেন্দ্রের পুকুরসহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ইমরান হোসেনের সার্বিক পরিচালনায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস।
পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, সমাজকর্মী, সাংবাদিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা মৎস্য মো: ইমরান হোসেন বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী। এই শ্লোগানকে ধরে রাখতে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক ২০ টি জলাশয়ে ৫শ' কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত