বাংলাদেশ ডেক্সঃ বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকর্মী অপুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপু বন্দর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুশিয়ারা এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ৩(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫০ থেকে ৬০ জন আন্দোলনকারী বন্দর বাসস্ট্যান্ড থেকে বন্দর শহীদ মিনারে যাওয়ার পথে শাহী মসজিদ এলাকায় এলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা তাদের মিছিলে হামলা চালায়। এ সময় কুশিয়ারা এলাকার ছাত্রলীগ কর্মী অপুসহ যুবলীগের সন্ত্রাসী বাহিনী আন্দোলনকারীদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে বেদমভাবে মারধর করে।
এ ঘটনায় বন্দর উপজেলার বিবিজোড়াস্থ মিনারবাড়ি এলাকার হানিফ মিয়ার ছেলে মাওলানা হাছান মাহমুদ বাদী হয়ে ছাত্রলীগ নেতা খান মাসুদ ও ডালিমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে আরো ১০০ থেকে ১২০ জনকে আসামি করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
এ বিষয়ে বন্দর থানা পুলিশ পরিদর্শক (ওসি) লিয়াকত আলী কালের কণ্ঠকে জানান, গতকাল রাতে ছাত্রলীগ কর্মী অপুকে গ্রেপ্তার করি এবং আজকে আমরা তাকে কোর্টে চালান করে দিই।তার বিরুদ্ধে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার সংক্রান্ত মামলা রয়েছে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে জানান তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত