এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযানে আবারও সাফল্য অর্জন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল গভীর রাতে মহেশপুর থানা পুলিশ ও ভৈরবা সেনা ক্যাম্পের সমন্বিত অভিযানে ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়।
মহেশপুর থানার এসআই (নিঃ) টিপু সুলতান সংগীয় ফোর্স ও ১০ ইবি ভৈরবা আর্মি ক্যাম্পের সদস্যদের নিয়ে গতকাল রাত ১২টা ১৫ মিনিট থেকে রাত ২টা ১০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার যোগীহুদা মাঝপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ কাজল মিয়া (৩৯) ও মৃত আঃ হামিদ মিয়ার ছেলে মোঃ তোতা মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়। তবে একই গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে মোঃ মালেক মিয়া (৪৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযান চলাকালে গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে এবং পলাতক আসামির বাড়ি থেকে মোট ৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিদের থানায় নিয়ে আসা হলে এসআই (নিঃ) টিপু সুলতান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত