খাইরুল বাসার,মেহেরপুর: দীর্ঘ্য ১৭ বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর সরকারি কলেজ মাঠে দ্বি বার্ষিক কাউন্সিল ও সম্মেলনে সভাপতিত্ব করেন জাবেদ মাসুদ মিল্টন আহবায়ক জেলা বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নার্গিস বেগম ভাইস চেয়ারম্যান জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমানুল্লাহ আমান (সাবেক এমপি) সদস্য মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল ও আহ্বায়ক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য বিএমপির খুলনা বিভাগ, অনিন্দ্য ইসলাম অমিত সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, বাবু জয়ন্ত কুমার কুন্ড সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, আমজাদ হোসেন (সাবেক এমপি) সদস্য মেহেরপুর জেলা আহবায়ক কমিটি বিএনপি, জনাব আমিরুল ইসলাম যুগ্ন আহবায়ক জেলা বিএনপি, অধ্যাপক ফয়েজ আহমেদ যুগ্ম আহবায়ক জেলা বিএনপি, এডভোকেট কামরুল হাসান সদস্য সচিব জেলা বিএনপি, এছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলার জেলা সভাপতি ও সেক্রেটারি এই সম্মেলনে বক্তব্য রাখেন। প্রধান অতিথি বলেন জুলাইয়ের আন্দোলনে একসাথে আন্দোলন করেছি এবং স্বৈরাচার সরকারকে দেশ থেকে বিদায় দিয়েছি। আগামী নির্বাচন দলমত নির্বিশেষ একসঙ্গে মিলে সরকার গঠন করতে চায় বিএনপি।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত