1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

শৈলকুপায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল পাঁচটায় নতুন বাজারে অবস্থিত উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এম এ মজিদ বলেন, ‘বিএনপিকে শক্তিশালী করতে হলে নতুন সদস্য সংগ্রহ এবং পুরোনোদের নবায়ন করা জরুরি। দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট