বাংলাদেশ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপার অবৈধ সার মজুদ রাখার অপরাধে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তা ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
জানা যায়,উপজেলার উমেদপুর ইউনিয়নের ডিলার দুধসর ইউনিয়নের ভাটই বাজারে অবৈধ ভাবে সার মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখনে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুল সালেহীন ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুজ্জামান সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সেখানে ২৯০ বস্তা ডিএপি সার ও ৬৪১ বস্তা টিএসপি সার মজুদ পাওয়া যায়। এসময় বরাদ্দ বহির্ভূত সার মজুদ রাখায় সার ডিলার মেসার্স শুভ এন্টার প্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুজ্জামান বলেন, সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারের শুভ এন্টারপ্রাইজে টিএসপি ৬৪১ সার ও ডিএপি ২৯০ বস্তা বরাদ্দ বহির্ভূত সার মজুদ রাখায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন,যারা নিজ ইউনিয়নের ডিলার নিয়ে বাহিরে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য অনুসন্ধানে জানা যায়,সার ডিলারদের অনিয়মের কারণে চরম ভোগান্তিতে প্রান্তিক কৃষকরা। সার বিধিমালা ২০০৬ অনুযায়ী ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫টি ডিলার রয়েছে। যেখানে নিজ নিজ ইউনিয়নে ডিলার থাকার কথা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের সুবিধার জন্য ইউনিয়নের ডিলার নিয়ে পৌরসভাসহ বিভিন্ন জায়গায় অবস্থান করছে। যে কারণে কৃষকদের সারের জন্য ইউনিয়নের অনেক দূরের গ্রাম থেকে পৌরসভা ও অন্য ইউনিয়নে সার নিতে আসতে হয়। যা চরম ভোগান্তি ও অনিয়ম,বিষয়টি নিয়ে দীর্ঘদিন কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস বলেন,অবৈধ সার মজুদ রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সার ডিলারদের তাদের নিজ নিজ ইউনিয়নে অবস্থান করার জন্য সতর্ক করেছেন । সার ডিলাররা লাইসেন্স অনুযায়ী স্ব স্ব ইউনিয়নে অবস্থান না করলে বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত