সুজন বিপ্লবঃ মুক্তিযুদ্ধোত্তর প্রথম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শৈলকুপা) আসন থেকে ন্যাপ-সিপিবি ও প্রগতিশীল রাজনৈতিক জোট মনোনীত প্রতিদ্বন্দ্বিতাকারী ও ফুটবল খেলোয়াড় প্রয়াত শিক্ষক কমরেড বিমল কৃষ্ণ সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকালে ঝিনাইদহের শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির প্রকৌশলী ড. গোলাম মোস্তফা মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ন্যাপ- ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনীর সদস্য মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদ। আনুষ্ঠানিক সূচনায় স্মরণ মঞ্চে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রবন্ধ পাঠ, শোক সংগীত পরিবেশনা করা হয়। শৈলকুপার সর্বস্তরের জনগণ আয়োজিত স্মরণ সভায় আয়োজক সংগঠনের আহ্বায়ক সুজন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিথযশা সাংবাদিক বিমল সাহা, সিপিবি নেতা কমরেড শ্যামল রায়, বাসদ ঝিনাইদহ আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি কেএম শরীফুল ইসলাম, বর্ষিয়ান সাংবাদিক দেলোয়ার কবির, সাবেক ছাত্রনেতা সুশান্ত রায়, মুক্তিযোদ্ধা আবুল হাশেম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ খান নুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন মণি, বাগুটিয়া জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুব্রত মল্লিক, বাগুটিয়া কলেজের অধ্যাপক শরিফুল ইসলাম, ঝিনাইদহ মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের অধ্যাপক মৃণাল কান্তি অধিকারী, শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, উদীচী শৈলকুপার সভাপতি আলমগীর অরণ্য, নারীনেত্রী রুবিনা খাতুন, সামাজিক সংগঠক উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। স্মরণ সভার প্রতি সংহতি বার্তা দিয়েছেন সাবেক ছাত্রনেতা কমরেড শ্যামল ভৌমিক ও প্রকৌশলী ড. গোলাম মোস্তফা প্ররিত খোলা চিঠি পাঠ করা হয়। প্রয়াতের সুহৃদ, ছাত্র, সতীর্থসহ শৈলকুপার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ করেন।
বক্তারা বলেন, নীতিনীষ্ঠ রাজনীতিক, বরেণ্য শিক্ষক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফুটবল খেলোয়াড় ও শৈলকুপার কৃতিসন্তান কমরেড বিমল কৃষ্ণ সাহা অনন্য আদর্শিক জীবনদর্শন চর্চায় আমাদের অনুপ্রেরণার উৎস। মানুষের উপর মানুষের শোষণের অবসান তথা সমাজতন্ত্রের লক্ষে সমাজ পরিবর্তন সংগ্রামে অনুপ্রেরণার অনবদ্য নাম ছিল বিমল কৃষ্ণ সাহা।
স্মরণ সভায় কমরেড বিমল কৃষ্ণ সাহা স্মৃতি সম্মাননা স্মারক পরিবারের পক্ষে গ্রহণ করেন প্রয়াতের আত্মজ সিপিবি সূত্রাপুর থানা শাখার সভাপতি কমরেড বিকাশ সাহা।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত