জেলা প্রতিনিধি,নাটোর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশকে যারা সন্ত্রাসের অরণ্যভূমি বানিয়েছিল, এ দেশের ছাত্র-জনতা সেই ফ্যাসিস্টকে উৎখাত করেছে। আজকে অভ্যুত্থানের এক বছর না যেতেই আবার ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। কয়েকদিন ধরে সেই পুরোনো ফ্যাসিস্ট আবার ভার্চুয়াল মিটিং করে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এবার শেখ হাসিনা ভারত থেকে দেশে আসতে পারলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মমিনপুর কলেজ মাঠে আয়োজিত জুলাই শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গেছে। শেখ হাসিনা ১৫ বছর অবৈধভাবে ভোটবিহীন ক্ষমতায় ছিল। এখন যতই ষড়যন্ত্র করুক, সেই সুযোগ আর বাংলার মানুষ দেবে না। যতই ভার্চুয়াল মিটিং করেন না কেন, শেখ হাসিনাকে আর মানুষ সুযোগ দেবে না। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, সবার প্রতি আমার আহ্বান। সবাই মিলে যেভাবে ফ্যাসিস্টকে উৎখাত করেছিলেন, বিতাড়িত করেছিলেন, সেভাবেই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। পতিত ফ্যাসিস্ট যেন আর কোনো সুযোগ না পায়।
দলের নেতাকর্মীদের সতর্ক করে দুলু বলেন, যারা ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করবে, বিএনপিতে তাদের জায়গা হবে না। কোনোভাবেই ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। আমরা মনে করি, যতদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, ততদিন এই ৫ আগস্ট, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত