জেলা প্রতিনিধি,মাদারীপুর: মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী সুমনকে ক্লোজড করা হয়েছে। যোগদানের মাত্র ২৩ দিনের মাথায় তাকে ক্লোজড করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়। রাতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছান।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৯ জুলাই শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন আজহার আলী সুমন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে শুক্রবার (১ আগষ্ট) তাকে শিবচর থানা থেকে ক্লোজড করা হয়। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে তাকে ক্লোজড করা হয়েছে, তা জানা যায়নি। জনস্বার্থে তাকে শিবচর থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
তার বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে বলেও জানা গেছে। মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. নাঈমুল হাছান বলেন, প্রশাসনিক কারণে শিবচর থানা থেকে ওসি আজহার আলী সুমনকে ক্লোজড করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত