নিজস্ব প্রতিবেদক,খুলনা: খুলনায় নিজ ঘরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত যুবক রংয়ের কাজ করতো। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাতটি লাগে। এরপর ওই যুবক মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই যুবকের পিতা জামাল হাওলাদার বলেন, রাতে টগর আমাকে বলে দেখতো গেটে কারা এসেছে। দরজা খুলে দিলে তিনজন যুবক বলে টগর আমাদের পরিচিত। তাদের দরজা খুলে দিলে বাড়িতে ঢোকে। আমি টগরের স্ত্রীকে ডাকতে যায়। একপর্যায়ে টগরের চিৎকার শুনে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এসে দেখি টগর মেঝেতে পড়ে আছে।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। টগর রঙের কাজ করতো বলে তিনি জানিয়েছেন।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, রাতে নগরী সবুজবাগ এলাকায় বাড়িতে ঢুকে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত