এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার প্রাণকেন্দ্র শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরিতে আজ মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হলো ‘শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাব’-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবক মিলনমেলা। এ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়। এক ব্যতিক্র ধর্মীয় গঠনমূলক অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. মোঃ আব্দুল্লাহ আল-মামুন, তিনি তার বক্তব্যে বলেন,
“স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ। এতে যেমন একজন মুমূর্ষু রোগীর জীবন রক্ষা হয়, তেমনি সমাজে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাব বিগত দুই বছরে যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয় এবং অনুসরণযোগ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গনঅধিকার পরিষদের সাবেক জেলা দপ্তর সম্পাদক। মোঃ রাব্বি হাসান, তিনি বলেন,
“রক্তদান একটি জীবনরক্ষাকারী মহান উদ্যোগ। শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাব যেভাবে সংগঠিতভাবে এই কাজটি চালিয়ে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সাংবাদিক হিসেবে আমি সবসময় এ ধরণের ইতিবাচক কর্মকাণ্ডের পাশে আছি এবং থাকবো।”
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজিবী অধিকার পরিষধের শৈলকুপা শাখার সভাপতি মোঃ লিটন হোসেন , যিনি একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে জনসচেতনতা ও মানবসেবামূলক কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি তার বক্তব্যে বলেন,
“এই প্রজন্মের তরুণরা যদি মানবসেবায় এমনভাবে এগিয়ে আসে, তবে আমাদের সমাজ হবে আরও মানবিক ও সহানুভূতিশীল। ক্লাবের এ ধরণের উদ্যোগ সত্যিই অনুপ্রেরণার।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় বিভিন্ন জেলা উপজেলা থেকে মোটয়২৫টি স্বেচ্ছাসেবী ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। মিলনমেলায় তারা নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং রক্তদান বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত এবং উৎসবমুখর। ক্লাবের সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়, যারা বিগত বছরগুলিতে উল্লেখযোগ্য রক্তদান কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি, সজিব ইসলাম (আপন) ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান (হৃদয়)। তারা জানান,
“আমরা শুধু রক্তদানের মধ্যেই নিজেদের কাজ সীমাবদ্ধ রাখতে চাই না, বরং সমাজে মানবিক সচেতনতা বৃদ্ধির জন্য আরও নানা কার্যক্রম হাতে নিচ্ছি।”
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত