এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ডাকবাংলা বাজারে চাতালঘরে নেচার আলী (৫০) নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, চাতাল ব্যবসায়ী এরশাদ ও শরিফুল ইসলাম সোমবার (২১ জুলাই) রাতে নেচার আলী ও তার স্ত্রীকে কোটচাঁদপুর থেকে ডেকে এনে রাতভর একটি ঘরে আটকে রাখেন।
মঙ্গলবার সকালে হঠাৎ তারা জানায়, নেচার আলী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পরে তাকে প্রথমে স্থানীয় কাজলের ক্লিনিকে নেওয়া হয়, সেখান থেকে দ্রুত রেফার্ড করা হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া ও সদর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত